Shojirul123 Subscriber 2 years ago |
পুনরাবৃত্তি
~ আর. রহমান
একটা সময় কেউ সাথে থাকার চেয়ে,
একাকী ভ্রমণটা বেশি দীর্ঘ এবং উপভোগ্য হয়;
কারো সাথে গন্তব্যে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েও,
যখন ভাবি তার সাথে আমাদের কখনো পরিচয়ই হয়নি;
তখন আমরা ঐপরিবর্তিত ব্যাক্তিকে নয়, বরং নিজেকেই ঘৃণা করি,
হয়তো এজন্যই আমাদের সঙ্গে কখনো ভালো কিছু ঘটেনি।
আমরা ফেলে আসা স্মৃতি জমা করে আমাদের অতীতকে স্মরণ করি,
এটা মানুষের সহজাত প্রবৃত্তি।
যখন আমরা সবসময় অভ্যস্ত কোনো কিছুর অনুপস্থিতি মেনে নিতে ব্যর্থ হই,
তখনই আমরা ভেঙে পড়ি, সেই সাথে নিজেকে চরম ভুল পথে ধাবিত করি;
এখানে সমস্যা হচ্ছে, পাওয়াটা অনিশ্চিত জেনেও,
আমরা ঐনির্দিষ্ট জিনিসের প্রতি আকৃষ্ট হই সেটাকে আঁকড়ে ধরি।।
আমরা ভুলে যায় এই পৃথিবীর সবকিছু ফিরে আসার জন্য ছেড়ে যায় না,
এই জীবনটা কারো কাছে ছায়াছবি আবার কারো জন্য রুক্ষ শুষ্ক মরুভূমি;
আমাদের অনুভুতির দেয়াল জুড়ে কেবলই বাধা, যেনো এক অভিশপ্ত বাধা,
তাই বোধহয় বুঝিনা কোনটা মানুষের করুণা আর কোনটা ভালোবাসা!!
Alert message goes here